উড়ো ফোনে নবান্নে বোমাতঙ্ক, সন্দেহজনক কিছু এখনও মেলেনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jul 2016 05:27 PM (IST)
হাওড়া: উড়ো ফোনে নবান্নে বোমাতঙ্ক। রাজ্য প্রশাসনের সদর দফতরে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও বম্ব স্কোয়াড। আনা হয়েছে স্নিফার ডগ। এখনও সন্দেহজনক কিছু মেলেনি। লালবাজার সূত্রে খবর, রাতে লালবাজারের কন্ট্রোল রুমে একটি ফোন আসে। বলা হয়, নবান্নে বোমা রাখা আছে। ফোন আসার পরেই সতর্ক করা হয় হাওড়া কমিশনারেটকে। ঘটনাস্থলে ছুটে যায় বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।