সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র মিনাখাঁ। তৃণমূলের পার্টি অফিসে তাণ্ডব, পরপর বাইক ভাঙচুর। দিলীপ ঘোষের গাড়ির সামনে বোমাবাজির পাল্টা অভিযোগ বিজেপির। পথসাথী থেকে বিজেপির কনভয় লক্ষ্য করে বোমা। বোমাবাজিতে ৩জন আহত, ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির পাল্টা অভিযোগ বিজেপির।
বাসন্তী হাইওয়েতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ চলাকালীন বাঁধে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে উঃ২৪পরগণার মিনাখাঁর কুশাংড়া মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর কুশাংড়া মোড়ে পরিবর্তন যাত্রার রথের সঙ্গে বাইক আরোহী কর্মীদের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের বচসার পর সংঘর্ষ বাধে। এর পর রথের সঙ্গে বিজেপি কর্মীরা বাসন্তী রোডের ধারে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে হামলা চালায় ভাঙচুর শুরু করে পুলিশ এসে ঘটনা সামাল দেয়।
‘মালঞ্চ দিয়ে বিজেপির রথ আসার সময় বোমাবাজির গুজব’। গুজব থেকেই তৃণমূলের পার্টি অফিসে হামলা, দাবি পুলিশের। যদিও বিজেপি-র অভিযোগ পুলিশের উপস্থিতিতেই হয়েছে হামলা।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে! দোষারোপের পালা শুরু হয় তৃণমূল আর বিজেপির মধ্যে! জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আমাদের ওপর হামলা চালিয়েছে ! অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, তৃণমূল হামলা করছে, আমাদের লোকজনকে মারে, আমাদের রথ যাওয়ার সময় বোমা ছোড়ে, গাড়িতে আগুন দিয়ে দেয়, বিনা প্ররোচনায় হামলা হয়েছিল ৷’’
যদিও জেলা পুলিশ সূত্রের দাবি, বোমাবাজির কোনও ঘটনা ঘটেনি। বিজেপির মিছিলের শেষপ্রান্তে থাকা ২ কর্মীকে আটকে রাখা হয় বলে গুজব রটতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বনগাঁ সাংগঠনিক জেলা হয়ে এখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছেছে বসিরহাটে। পরবর্তী-তে সেই রথ বারাসাত হয়ে আসবে ব্যারাকপুর সাংগঠনিক জেলায়। এই প্রেক্ষাপটে নিত্য অশান্তির আশঙ্কা করছে প্রশাসনের একাংশ।