ব্রততী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৩ বাউন্সার
ABP Ananda, Web Desk | 13 Mar 2018 09:58 AM (IST)
হুগলি: আবৃত্তিকার ব্রততী বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগে বৈদ্যবাটিতে গ্রেফতার করা হল ৩ বাউন্সারকে। অভিযোগ, গতকাল বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ের কাছে স্বনামধন্য ওই আবৃত্তিকারকে হেনস্থা করেন তাঁরা। দীর্ঘাঙ্গী মোড়ের পাশ দিয়ে যাওয়ার সময় ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকান ৭ যুবক। গাড়ির ঋণের কিস্তি বাকি থাকার অভিযোগ তুলে তাঁরা চালককে কলার ধরে নামিয়ে কেড়ে নেন গাড়ির চাবি। সবাইকে নামিয়ে দিয়ে চালককে আটকে রাখা হয় বলে অভিযোগ। এই ঘটনায় গতকাল রাতেই ৩ বাউন্সারকে গ্রেফতার করে পুলিশ।