কলকাতা: কলকাতা: সাহিত্য, নাটক, মন্ত্রিত্ব, একাহাতে সব সামলাচ্ছেন। তাতেই এ বার সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হতে চলেছে। এ বছর সাহিত্য অ্যাকেডেমি পুরস্কার (Sahitya Akademi Award) পেতে চলেছেন সাহিত্যিক, নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পুরস্কার বিজয়ী হিসেবে নাম উঠে আসার পর ব্রাত্যর প্রতিক্রিয়া, “বহু দিনের পরিশ্রমের সাফল্য।”
‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইয়ের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেতে চলেছেন ব্রাত্য। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক দিন ধরে লেখালেখির কাজ করছি। কোনও স্বীকৃতি পেলে অবশ্যই ভাল লাগে। থিয়েটারের জন্য আগে স্বীকৃতি পেয়েছি। সাহিত্য অ্যাকাডেমি একটি স্বশাসিত সংস্থা। সারা দেশের সাহিত্যচর্চার লোকজন এর সঙ্গে যুক্ত। তাঁদের কাছ থেকে স্বীকৃতি পাচ্ছি।”
তবে পুরস্কার পেয়ে আনন্দ যেমন হচ্ছে, তেমন দুশ্চিন্তাও বাড়ছে বলে জানিয়েছেন ব্রাত্য। তাঁর কথায়, “পুরস্কার পেয়ে আনন্দ হচ্ছে। একই সঙ্গে দুশ্চিন্তাও বাড়ছে। কারণ যে কোনও স্বীকৃতিই সন্দেহ তৈরি করে। নিজেকেই প্রশ্ন করতে হয়, আমি আদৌ পুরস্কার পাওয়ার যোগ্য তো? তাই নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে হবে।”
আরও পড়ুন: 'সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল, জ্বর আসেনি, খাওয়াদাওয়া স্বাভাবিক', জানাল হাসপাতাল
ব্রাত্য জানিয়েছেন, করোনার আগেই ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। তাঁর লেখা শেষ মুদ্রিত বই হিসেবেই সেটিকে স্বীকৃতি দিচ্ছে সাহিত্য অ্যাকাডেমি।
২০১৯ সালে ‘মীরজাফর ও অন্যান্য নাটক’ বইটি প্রকাশিত হয়। এ ছাড়াও তাঁর লেখা ‘বোমা’, ‘ত্রয়ী’, ‘প্রসঙ্গ থিয়েটার’ ‘নটেগাছ এবং অন্যান্য লেখা’র মতো বই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।