সুমন ঘড়াই, গঙ্গাসাগর: এখনই স্কুল-কলেজ (School-College) বন্ধ করার কথা বলিনি। পরিস্থিতি পর্যালোচনা করে যা যা করার সব করছি। রাজ্যের ওমিক্রন-পরিস্থিতি (Omicron) নিয়ে সাংবাদিক বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, "সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখছি। করোনা সংক্রমণ বেড়েছে, কোভিড বিধি মেনে চলার অনুরোধ করছি। ওমিক্রন আক্রান্তরা ব্রিটেন থেকে বেশি আসছেন। কলকাতায় সংক্রমণ বাড়ছে, কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন।''


এর পাশাপাশি মমতা বলেন, "যে দেশগুলিতে সংক্রমণ বেশি, সেখানে পদক্ষেপ করা উচিত। নজর রাখা উচিত আন্তর্জাতিক বিমানগুলিতে।'' পাশাপাশি মুখ্যমন্ত্রীর দাবি, গঙ্গাসাগর মানুষের মেলা, তাই আটকাতে পারব না। লোকাল ট্রেন চলাচলের ব্যাপারে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। বাজার গেলে দূরত্ব বজায় রাখুন। সাংবাদিক বৈঠকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।


গতকাল গঙ্গাসাগর (Gangasafar) সফরের দ্বিতীয় দিনে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে কোভিড পরিস্থিতি (Covid19 Situation) নিয়েও আলোচনা হয়। রাজ্যের করোনার গ্রাফ (Corona) নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে শিক্ষা সচিবকে তিনি বলেন, “সারা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুতরাং এই সময়টা স্কুল কলেজ খোলা রাখা থাকবে কি না, তা দেখতে হবে। দেখতে হবে যাতে কোভিড বিধি মানতে হয়।’’ সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন (Containment Zone)। প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’ 


আরও পড়ুন: Corona Third Wave:৭ দিনেই রাজ্যে তৃতীয় ঢেউ? সতর্কবার্তা স্বাস্থ্য দফতরের, কী পরামর্শ বিশেষজ্ঞদের?