মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান:  ৬৬ বছরের পুরনো সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।  


জেলা প্রশাসন সূত্রে খবর, তার জন্য গতকাল রাত ১২টা থেকে আজ রাত ১২টা পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের সেতুর ওপর বন্ধ রাখা হল যান চলাচল।  


পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজের ওপর ওই সেতু ব্যবহার করে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া যায়। এই সেতু একদিন বন্ধ রাখা হবে।  


জেলার সেচ দফতর সূত্রে খবর, ১৯৫২ সালে শুরু হয় দামোদরের ওপর সেতু নির্মাণের কাজ।  ১৯৫৫ সালে শুরু হয় সেতুর ওপর দিয়ে যান চলাচল। 


নিয়ম অনুযায়ী, ৬০ বছর পর সিমেন্ট দিয়ে ঢালাই করা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও তা ৬৬ বছর পর হচ্ছে।


প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে ৭ থেকে সাড়ে ৭ হাজার ভারী গাড়ি যাতায়াত করে।  রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতু বন্ধ থাকায় সব গাড়ি রানিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে খবর।


এর আগে দু’বার দুর্গাপুর ব্যারাজের লকগেট ভেঙে বিপত্তি হয়েছিল। এবার তাই সেতুর স্বাস্থ্য পরীক্ষার সময় ঝুঁকি নিচ্ছে না জেলা প্রশাসন। গত ১ ফেব্রুয়ারি থেকেই সেতুর রাস্তায় যান চলাচল একমুখী করে দেওয়া হয়েছে। 


এবার শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।