সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ব্রুসেলোসিসে (Brucellosis) আক্রান্ত আরও চারজন। আক্রান্তরা মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা, ডোমকল, জলঙ্গির বাসিন্দা। ব্রুসেলোসিসে আক্রান্ত চার প্রাণিবন্ধুকে নিয়ে আসা হয়েছে কলকাতায় (Kolkata)। ভর্তি করা হয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine)। গবাদি পশুকে ব্রুসেলা ভ্যাকসিন দিতে গিয়ে বিপত্তি। সিরিঞ্জ ভেঙে প্রাণিবন্ধুদের কারও শরীরে, কারও নাকে, চোখে, মুখে ছিটকে লাগে। এখনও পর্যন্ত প্রায় ১৩ জন ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে আরও শতাধিক প্রাণিবন্ধু নমুনা রিপোর্টের অপেক্ষায় রয়েছেন।


এক লাথিতে বিপত্তি। গবাদি পশুর ভ্যাকসিনেশনের সময় ইঞ্জেকশনের (Injection) সূচ ফুটে বিপত্তি। ব্রুসেলোসিস রোগে আক্রান্ত বেশ কয়েকজন।  ব্রুসেলা (Brucella) নামে ব্যাকটেরিয়া (Bacteria) থেকে ব্রুসেলোসিস ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু।  ২০ থেকে ২৫ সেপ্টেম্বর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে রাজ্যে।  সেই ভ্যাকসিন দিতে গিয়ে প্রাণিবন্ধু, প্রাণিসেবী, প্রাণিমিত্র, কৃত্রিম প্রজনন কর্মীদের মধ্যে কারও ক্ষেত্রে সিরিঞ্জ ভেঙে শরীরে ঢুকে গেছে। কারও সিরিঞ্জ থেকে ভ্যাকসিন ছিটকে নাকে, চোখে, মুখে লেগেছে। এমন ঘটনা ঘটেছে গবাদি পশুর ছটফটানি এবং লাথির চোটে।


ব্রুসেলোসিসের উপসর্গ রয়েছে, এই সন্দেহে প্রায় ১০০ জন গত শুক্রবার এসেছিলেন কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (Calcutta School Of Tropical Medicine)। অনেকের অভিযোগ, কোনওরকম প্রশিক্ষণ ছাড়া এই ভ্যাকসিন  দিতে তাঁদের বাধ্য করা হয়েছে।  আবার কারও অভিযোগ, তাঁদের উপযুক্ত সরঞ্জাম দেওয়া হয়নি।  ব্রুসেলোসিসের উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, শিরদাঁড়ায় ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা, মাথা যন্ত্রণা।


সূত্রের খবর, গত সপ্তাহে ট্রপিক্যালে বলে দেওয়া হয়, একদিনে ৩০ জনের বেশি নমুনা নেওয়া সম্ভব নয়।  যাঁদের উপসর্গ দেখা গেছে, তাঁদের ওষুধ দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।  ৫ জনের গুরুতর উপসর্গ থাকায় ভর্তি নেওয়া হয়েছে তাঁদের। গত সপ্তাহের শেষের দিকে নতুন করে নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে ৬ জনের। তাঁদের মধ্যে মুর্শিদাবাদের ২ জন। আলিপুরদুয়ারের ২ জন,  বাঁকুড়ার ১ জন ও হুগলির ১ জন বাসিন্দা রয়েছেন।  সেই তালিকায় এবার যোগ হল আরও ৪ জনের নাম। 


আরও পড়ুন: Suvendu Adhikari Appeals to High Court: হাইকোর্টে নন্দীগ্রাম মামলা পিছোতে আবেদন শুভেন্দু অধিকারীর, আজই শুনানি