মালদা: উত্তরবঙ্গে সাপের বিষের চোরা কারবারের পর্দাফাঁস! পাচারের আগেই বিএসএফ-এর অভিযানে মালদার গাজলে কয়েক কোটি টাকার সাপের বিষ উদ্ধার। তবে পলাতক পাচারকারী!!
গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার সন্ধেয় মালদা থেকে শিলিগুড়িগামী একটি বাসে তল্লাশি চালায় বিএসএফ। দাবিহীন একটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ওজনের গোখরোর বিষ। যার বাজার মূল্য ১৪ থেকে ১৬ কোটি টাকা বলে অনুমান।
সাপের বিষ উদ্ধারের পর রাতেই তা তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। যদিও, এই ঘটনায় কোনও পাচারকারী ধরা পড়েনি। তদন্তকারীদের অনুমান, ফ্রান্স থেকে আনা সাপের বিষ, মালদা থেকে বাংলাদেশ হয়ে চিনে পাচারের ছক ছিল।
উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই সক্রিয় সাপের বিষ পাচারচক্র। এর আগে, ২০১৫-র ৩১ অগাস্ট দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রায় ১৫০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করে বন দফতর। গ্রেফতার হয় ২ পাচারকারী। ওই বছরই ২৭ জুলাই জলপাইগুড়ির বেলাকোবা স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সাপের বিষ। গ্রেফতার করা হয় ৬ জনকে।
গতবছর ১০ সেপ্টেম্বর বন দফতরের অভিযানে জলপাইগুড়িতে ফের সাপের বিষ ভর্তি ৫টি জার উদ্ধার হয়। ৪ জন ধরা পড়ে।
সাপের বিষ পাচারচক্রে জড়িত অভিযোগে, গত ১ জানুয়ারি শিলিগুড়ির জলপাই মোড় থেকে বালুরঘাট হাইস্কুলের শিক্ষক সঞ্জীব সরকার এবং বালুরঘাট মহাদেবপুর বিএফপি প্রাইমারি স্কুলের, সহকারী শিক্ষক অসীম অধিকারীকে গ্রেফতার করা হয়।
এবার মালদায় বহুমূল্য সাপের বিষ উদ্ধার হলেও, ফেরার পাচারকারীরা।
মালদায় বাস থেকে ১৪-১৬ কোটি টাকার সাপের বিষ উদ্ধার বিএসএফ-এর, পলাতক পাচারকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2017 08:45 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -