কলকাতা: আজ থেকে বাড়ল বাস ও মিনিবাসের ভাড়া। বাসে উঠলেই আজ থেকে দিতে হবে ৭ টাকা আর মিনিবাসে ৮। বাড়ল ট্যাক্সি, লঞ্চ এবং ট্রামের ভাড়াও।
সাধারণ বাসে উঠলে প্রথম চার কিলোমিটারের জন্য দিতে হবে ৭ টাকা, তারপর ৪ থেকে ১২ কিলোমিটারের জন্য ৯ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটারের জন্য ১০ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটার যেতে দিতে হবে ১১ টাকা। ২০ থেকে ২৪ কিলোমিটার যাত্রাপথের ভাড়া ১২ টাকা। মিনিবাস ও সরকারি বাসের ক্ষেত্রে প্রথম ৩ কিলোমিটারের জন্য দিতে হবে ৮ টাকা ভাড়া। ৩ থেকে ৬ কিমিতে ভাড়া হবে ৯ টাকা, ৬ থেকে ১০ কিলোমিটারে ১০ টাকা এবং ১০ থেকে ১৬ কিলোমিটারে ভাড়া ১১ টাকা।
ট্যাক্সিতে উঠলে প্রথম ২ কিলোমিটারের জন্য ২৫ টাকার জায়গায় এখন থেকে দিতে হবে ৩০ টাকা। তারপর প্রতি কিমিতে বাড়ছে ১৫ টাকা করে। ট্রামের জন্য প্রথম ৪ কিলোমিটারের জন্য নতুন ভাড়া হল ৬ টাকা, যাত্রাপথ ৪ কিলোমিটারের বেশি হলে ৭ টাকা। রাজ্যজুড়ে জলপথ পরিবহণের ক্ষেত্রে প্রতি ধাপে ভাড়া বাড়ল ১ টাকা করে।
আজ থেকে বাড়ল বাস, মিনিবাসের ভাড়া, বাসে উঠলেই দিতে হবে ৭ টাকা, মিনিবাসে ৮
ABP Ananda, Web Desk
Updated at:
11 Jun 2018 09:40 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -