দুটি বাসের রেষারেষি, হাত কাটল যাত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2016 06:29 PM (IST)
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ইসলামপুরে দুটি বাসের রেষারেষিতে হাত কাটা পড়ল এক যাত্রীর। সোমবার সকালে বহরমপুর থেকে জলঙ্গিগামী একটি বাস ইসলামপুর বাসস্ট্যান্ডে একই রুটের অন্য একটি বাসকে ওভারটেক করতে যায়। সেই সময় ওভারটেক করা বাসটির জানালায় হাত রেখে বসেছিলেন নওদার বাসিন্দা লুৎফা বিবি। দুটি বাসের মাঝে পড়ে কনুই থেকে তাঁর বাঁ হাত কাটা পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি বাসেরই চালক পলাতক।