সঞ্চয়ন মিত্র, কলকাতা: ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক রাজ্যে। জ্বালানির উপর জিএসটি বসানো ও বাস ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছে একাধিক সংগঠন। দাবি পূরণ না হলে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধর্মঘট ডাকার নেপথ্যে কারও উস্কানি রয়েছে বলে মনে করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। দামের হুল ফুটিয়ে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম মঙ্গলবার পৌঁছে যায় ৮৬ টাকা ৬৩ পয়সায় ৷ একদিনে লিটারে ২৫ পয়সা বেড়ে ডিজেলের দাম পৌঁছয় ৭৮ টাকা ৯৭ পয়সায় ৷ জ্বালানির উপর চাপানো কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ উৎপাদন শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার দাবি তুলেছেন বিরোধীরা।
ডিজেলের উপর জিএসটি বসানো এবং কর কমিয়ে দেওয়া-সহ একাধিক দাবিতে চলতি মাসে পর পর টানা তিনদিন রাজ্যে বাস এবং মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের তরফে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি এই ধর্মঘট হতে চলেছে। যার প্রভাব পড়বে রাজ্য জুড়ে। প্রতিদিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম ৷ ফের রেকর্ড গড়ল জ্বালানির দাম। আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা বেড়ে হল ৮৬ টাকা ৬৩ পয়সা। কলকাতায় মঙ্গলবার লিটারপ্রতি ডিজেলের দাম ২৫ পয়সা বেড়ে হয়েছে ৭৮ টাকা ৯৭ পয়সা। পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, অতিমারীর কারণে তেল-উৎপাদনকারী দেশগুলিতে উৎপাদন কমে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তার ফলেই বাড়ছে জ্বালানির দাম।
বিভিন্ন রুটের বাসে ইতিমধ্যেই অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে। যাত্রীদের একাংশের দাবি ৭ থেকে ১০ টাকা, ৮ টাকার ১২ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বাসে ৷ মঙ্গলবার দুপুরে বাস ও মিনিবাস সংগঠনগুলির বৈঠক বসে। সেই বৈঠকে ধর্মঘটের পথ বেছে নেন মালিকরা। এ বিষয়ে বাস ও মিনিবাস সংগঠনগুলির পক্ষে জানানো হয়েছে, কোভিড পরিস্থিতিতে বাস ও মিনিবাস চালানো সম্ভব হচ্ছে না। বাস মালিকদের দাবি, অবিলম্বে বাস ভাড়া পুনর্বিন্যাস করতে হবে রাজ্য সরকারকে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও ডিজেলের দামের উপরে জিএসটি বসানোর দাবি করা হয়েছে৷ জিএসটি বসালে পেট্রোল-ডিজেলের দাম কমলে তাঁদের সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে আশাবাদী বাস মালিকরা ৷