প্রাতঃভ্রমণে বেরিয়ে খড়দায় খুন ব্যবসায়ী
ABP Ananda, Web Desk | 21 Apr 2018 08:24 AM (IST)
খড়দা: সাতসকালে ব্যবসায়ী খুন। খড়দা থানার পানিহাটি বটতলা এলাকায় আজ ঘটনাটি ঘটেছে। সিন্ডিকেট সংক্রান্ত ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। আজ সকাল ৬টা নাগাদ রোজকার মত হাঁটতে বেরিয়েছিলেন সুখচরের রাজাবস্তি এলাকার বাসিন্দা ইমারতি ব্যবসায়ী সঞ্জয় সিংহ। অভিযোগ, তখন বাইকে চড়ে এসে ৩-৪ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে এই ব্যবসায়ীর অংশীদারের উপরেও গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য তিনি রক্ষা পান।