কলকাতা: জল্পনার অবসান। ১ মে হচ্ছে না পঞ্চায়েত ভোট।নতুন দিন ঘোষণা করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশনের ১০ তারিখের মনোনয়ন প্রত্যাহারের বিজ্ঞপ্তি খারিজ করে মনোনয়নের দিন জানাতেও নির্দেশ হাইকোর্টের।
এই অবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে কমিশনের ৩১ মার্চের ভোটের বিজ্ঞপ্তি ঘিরে।
যদি কালও মনোনয়নের দিন ঘোষণা হয়, তাহলে ভোট কবে?
৩১ মার্চের বিজ্ঞপ্তিতে ১৫ মে-র মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার কথা বলা হয়েছিল।কালও যদি মনোনয়ন হয়, তাহলেও প্রথম ভোট ১৩ মে।আইন অনুযায়ী মনোনয়ন-ভোটের মধ্যে ন্যূনতম ২১ থেকে ৩৫দিনের ব্যবধান থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে, একদিনেও হলে, ভোট প্রক্রিয়া শেষ করতে হবে ১৫ মে।১৩ মে ভোট করে ১৫ মে প্রক্রিয়া শেষ করা কার্যত অসম্ভব।ব্যালটে ভোট হওয়ায় ২দিনে গণনা, শংসাপত্র দেওয়া অসম্ভব
সেক্ষেত্রে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হতে পারে বলে সূত্রের খবর।


এই পরিস্থিতিতে কাল দুপুরে রাজ্য সরকারের সঙ্গে কমিশনের বৈঠক। সমস্ত মামলাকারী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। বৈঠকে থাকবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, পিডিএস।