খড়দা:  উত্তর ২৪ পরগনার খড়দায় প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি। স্থানীয়দের হাতে পাকড়াও কাগজকুড়ানির ছদ্মবেশে আসা ভাড়াটে খুনি। ব্যক্তিগত শত্রুতায় খুনের জন্য সুপারি দিয়ে হামলা,দাবি পুলিশের। পলাতক এক দুষ্কৃতী।


স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার, সকাল সাড়ে নটা নাগাদ ৩ নম্বর দেশবন্ধুনগরে, একটি ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন বছর তিরিশের ব্যবসায়ী বাবন দাস।

কিছুটা দূরে কাগজ কুড়োনির বেশে দাঁড়িয়েছিল ২ যুবক। অভিযোগ, তাদেরই মধ্যে একজন হঠাৎ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়।ব্যবসায়ীর তল পেটে গুলি লাগে।

ঘটনার পরে তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তদন্তকারীরা জানিয়েছেন, এন্টালির বাসিন্দা ধৃত বান্টুর কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

ভাড়াটে খুনি হিসেবে তাকে কাজে লাগানো হয়।

পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীক শত্রুতা বা ব্যক্তিগত আক্রোশ, কী কারণে হামলা, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

কে ওই দুষ্কৃতীকে সুপারি দিয়েছিল, তা জানতে ধৃতকে জেরা চলছে।

আহত ব্যবসায়ীর পেট থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, একটু সুস্থ হলেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

খড়দার মতো জনবহুল এলাকায় সকালে গুলি চলায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী।