এই কেন্দ্রের অধীনে রয়েছে ৮টি পঞ্চায়েত ও কাঁথি পুরসভা এলাকা। ভোটার সংখ্যা ২ লক্ষ ৭ হাজার ৩৩৭। ২৫৮টি বুথকে বাইশটি সেক্টরে ভাগ করা হয়েছে। ভোটকর্মী ১ হাজার ৩২ জন।
উপনির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে তৎপর নির্বাচন কমিশন। ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকছে ১ হাজার রাজ্য পুলিশ। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের পাশাপাশি সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে। ভোট নেওয়া হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
কাঁথি দক্ষিণের তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি প্রার্থী সৌরিন্দ্রমোহন জানা। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন নবকুমার নন্দ। সিপিআই প্রার্থী উত্তম প্রধান। এসইউসি প্রার্থী শ্রাবণী পাহাড়ি। ২০১৬ সালে এই আসনে প্রায় ৩৪ হাজার ভোট ব্যবধানে জেতেন তৃণমূলের দিব্যেন্দু অধিকারী। এবার কে বাজিমাত করবেন? জানা যাবে ১৩ এপ্রিল।