বাগদা:  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে-এর কি বোর্ডে আঠা লাগিয়ে টাকা লুঠের চেষ্টা। হাতেনাতে ধরা পড়ল হরিয়ানা থেকে আসা তিন দুষ্কৃতী। উত্তর ২৪ পরগনার বাগদার ঘটনা।

গত কয়েকদিন ধরেই এলাকায় এটিএম জালিয়াতির অভিযোগ উঠছিল। এক গৃহবধূ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে যান। অভিযোগ, পিন নম্বর দেওয়ার পরেও টাকা বের হয়নি।সেসময় এক যুবক সাহায্য করার নামে এগিয়ে এসে টাকা তুলে চম্পট দেয়। এরপর গতকাল একইভাবে একটি এটিএমে হানা দেয় ৩ যুবক। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, শুধু কি বোর্ডে আঠা লাগানোই নয়, এমনকি এটিএমেও কোনও কারসাজি করা হচ্ছে। যার কারণে এটিএমে টাকা গোনার প্রক্রিয়া শেষ হওয়ার পরেও ট্রেতে টাকা বের হচ্ছে না। তদন্তে বাগদা থানার পুলিশ।