কলকাতা: সেপ্টেম্বরের শেষে রাজ্যে ৭ বিধানসভা আসনে ভোটের সম্ভাবনা। এরমধ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোটের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য নির্বাচন আধিকারিক (সিইও) দফতরের সঙ্গে কথা হয়েছে নির্বাচন কমিশনের। রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে আগামী সেপ্টম্বরের শেষে রাজ্যে সাত আসনে ভোটের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
ভবানীপুর, খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটা, এই পাঁচ আসনে উপ নির্বাচন ও সামশেরগঞ্জ, জঙ্গিপুর বিধানসভা আসনে ভোট হওয়ার কথা।
হাতে আর মাত্র ৩ মাস। ৫ নভেম্বরের মধ্যে যে কোনও বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।এই অবস্থায়, এখনও উপ নির্বাচনের দিনক্ষণ নিয়ে কিছুই জানায়নি জাতীয় নির্বাচন কমিশন।
সম্প্রতি এই নিয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। এরপর ফের রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন-সহ ৭ কেন্দ্রের ভোটের দাবিতে কয়েকদিন আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছিল পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা-সহ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রাজ্যে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমার উদাহরণ দিয়ে, দ্রুত ৭টি বিধানসভা কেন্দ্রে ভোটের দাবি জানায় তৃণমূল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, ১৫ জুলাই নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন দলের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে কাজ কতটা এ গোল এবং সাংবিধানিক নিয়ম মেনে নির্বাচন করার প্রচেষ্টার কথা সিইও-কে জানানো হয়েছে। তিনি জানিয়েছিলেন,সিইও দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ব্যাপারে কাজ এগোচ্ছে।
রাজ্যে মেয়াদ পেরনো ১১২টি পুরসভার ভোটও এক বছরের বেশি সময় ধরে আটকে রয়েছে। সেই প্রসঙ্গ তুলে, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্যের যে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন ও দুই বিধানসভা কেন্দ্রে ভোট বাকি, তার মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটা। এই দুই কেন্দ্রের বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। অন্যদিকে পদত্যাগ করেছেন দক্ষিণ কলকাতার ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থী। উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে।ফলে এই পাঁচটি কেন্দ্রেই উপনির্বাচন হওয়ার কথা।
এছাড়াও নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট বাকি রয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে।