কলকাতা: হেডলাইট ছাড়াই ঝুঁকির যাত্রা ক্যানিং লোকালের। কাল রাত ৯টা ৪২এ শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই নিভে যায় হেডলাইট। অভিযোগ, এভাবেই প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব যাত্রীরা। এখনও পর্যন্ত রেলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।