উলুবেড়িয়ায় ম্যাটাডোরের পিছনে ধাক্কা , মৃত গাড়ির চালক ও পাঁচ বছরের শিশু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2018 08:57 AM (IST)
NEXT
PREV
হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় ম্যাটাডোরের পিছনে ধাক্কা গাড়ির। গাড়ির চালক ও ৫ বছরের শিশুর মৃত্যু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ২ মহিলা-সহ তিনজন। পুলিশ জানিয়েছে, গতকাল উল্টোডাঙার একটি পরিবার কোলাঘাটে বেড়াতে যায়। ফেরার পথে ভোর সাড়ে তিনটে নাগাদ উলুবেড়িয়ার মনসাতলায় ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোরের পিছনে ধাক্কা মারে গাড়িটি। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে গাড়ির চালক ও ৫ বছরের এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় ২ মহিলা-সহ ৩ জনকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -