পূর্ব মেদিনীপুর: মহিষাদলে টিউশন পড়তে যাওয়ার পথে তিন ছাত্রীকে বেপরোয়া গাড়ির ধাক্কা। একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুই ছাত্রী। গাড়িতে থাকা দুই যুবক সুব্রত মাইতি ও দিব্যেন্দু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ৩০৭ ধারায় খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে থাকা দুই যুবকই মত্ত অবস্থায় ছিল।
জানা গেছে, একাদশ শ্রেণির তিন ছাত্রী বৃহস্পতিবার দুপুরে মহিষাদলে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় তাঁদের একটি গাড়ি এসে ধাক্কা মারে। রাস্তার পাশে নয়ানজুলিতে ওই তিন ছাত্রী পড়ে যায়। গাড়িটিও নয়ানজুলিতে গিয়ে পড়ে।
তিন ছাত্রীই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়।
মহিষাদলে টিউশন পড়তে যাওয়ার পথে তিন ছাত্রীকে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত ১, গ্রেফতার দুই যুবক
ABP Ananda, web desk
Updated at:
21 Oct 2016 09:49 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -