মমতা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অধীরের বিরুদ্ধে এফআইআর
ABP Ananda, web desk | 07 Feb 2017 08:34 PM (IST)
বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে এফআইআর দায়ের। তৃণমূলকর্মী পরিচয়ে বোলপুর থানায় অভিযোগ দায়ের করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। অভিযোগ, শিবপুর মৌজায় অনিচ্ছুক কৃষকদের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন অধীর চৌধুরী। রাজ্য সরকার সংখ্যালঘুদের উন্নয়নে কোনও কাজ করেনি বলে মিথ্যা প্রচার করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর প্রেক্ষিতেই থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। এনিয়ে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া এখনও মেলেনি।