শান্তনু নস্কর, গোসাবা: সালটা ছিল ২০১২। মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে! দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালি গ্রাম পঞ্চায়েতের সেই ঘটনায় এখনও মামলা চলছে। কিন্তু এর মাঝেই রহস্যমৃত্যু হল নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর। আজ সকালে তেঁতুলবেড়িয়া গ্রামে বাড়ির পাশের একটি মাঠের ধার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাক, মুখ-সহ দেহের একাধিক জায়গা থেকে রক্ত বেরোচ্ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই তরুণীকে খুন করা হয়েছে।
২০১২ সালের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী পরিতোষ মাহাতো গ্রেফতারও হন। কয়েকদিন জেলে থাকার পর, বেশ কিছুদিন আগে ছাড়া পান তিনি। তাহলে কি সেই আক্রোশবশতই খুন করা হল মানসিক ভারসাম্যহীন এই তরুণীকে? ইতিমধ্যেই ধর্ষণে অভিযুক্ত পরিতোষ ও তাঁর পরিবারের এক সদস্যকে আটক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
চলছে ধর্ষণের মামলা, আক্রোশের বশে মানসিক ভারসাম্যহীন তরুণীকে খুন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Mar 2020 11:12 PM (IST)
ইতিমধ্যেই ধর্ষণে অভিযুক্ত পরিতোষ ও তাঁর পরিবারের এক সদস্যকে আটক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -