জমি দখল, পুকুর ভরাটের অভিযোগ, বনগাঁয় ১০ কোটি টাকার বিনোদন পার্ক নিয়ে তৃণমূল-বিজেপি তরজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2020 08:25 PM (IST)
শাসক-বিরোধী তরজা শুরু হলেও, বিনোদন পার্ক তৈরির সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।
সমীরণ পাল, বনগাঁ: কংক্রিটের শহরে এক টুকরো নিঃশ্বাস নেওয়ার জায়গা। উত্তর ২৪ পরগনার বনগাঁর চাপাবেড়িয়ায় গতকালই শিলান্যাস হয়েছে ‘ফ্যান্টাসি কিংডম সেন্ট্রাল পার্ক’-এর। ১০ কোটি টাকা খরচ করে এই পার্কটি তৈরি করছে তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভা। চলতি বছরের অক্টোবর মাসেই চালু হবে পার্কটি। কিন্তু পুরভোটের আগে এই বিনোদন পার্ক নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখল ও পুকুর ভরাটের অভিযোগে সরব হয়েছে বিজেপি। অভিযোগ উড়িয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। এ নিয়ে শাসক-বিরোধী তরজা শুরু হলেও, বিনোদন পার্ক তৈরির সিদ্ধান্তে খুশি এলাকাবাসী।