আজ সকালে হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোডের রাষ্ট্রায়ত ব্যাঙ্কের লকার থেকে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সিবিআইয়ের ৮ জনের দল। সেই ফুটেজ দেখার পাশাপাশি ভিডিও সংক্রান্ত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টও খতিয়ে দেখা হবে। অনুবাদ করা হবে ফুটেজের কথোপকথন। সমস্ত নথি খতিয়ে দেখে কাদের তলব করা হবে, সেই নামের তালিকাও চূড়ান্ত করা হবে। এরপর বেলা দুটো নাগাদ বিশেষ বৈঠকে বসবে সিবিআই।
কলকাতায় নারদ তদন্ত শুরু সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Mar 2017 11:45 AM (IST)
NEXT
PREV
কলকাতা: নারদকাণ্ডের তদন্তের ব্লু প্রিন্ট আজই চূড়ান্ত করবে সিবিআই। সূত্রের খবর, ৪২৮ মিনিট অর্থাৎ ৭ ঘণ্টা ৮ মিনিটের ভিডিও ফুটেজ খতিয়ে দেখার জন্য তৈরি হয়েছে সিবিআইয়ের বিশেষ দল। তদন্তের নেতৃত্বে রয়েছেন সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার এসপি নাগেন্দ্র প্রসাদ। দিল্লি থেকে আসছেন সিবিআইয়ের ৩ অফিসার।
আজ সকালে হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোডের রাষ্ট্রায়ত ব্যাঙ্কের লকার থেকে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সিবিআইয়ের ৮ জনের দল। সেই ফুটেজ দেখার পাশাপাশি ভিডিও সংক্রান্ত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টও খতিয়ে দেখা হবে। অনুবাদ করা হবে ফুটেজের কথোপকথন। সমস্ত নথি খতিয়ে দেখে কাদের তলব করা হবে, সেই নামের তালিকাও চূড়ান্ত করা হবে। এরপর বেলা দুটো নাগাদ বিশেষ বৈঠকে বসবে সিবিআই।
আজ সকালে হাইকোর্টের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে স্ট্র্যান্ড রোডের রাষ্ট্রায়ত ব্যাঙ্কের লকার থেকে নারদকাণ্ডের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সিবিআইয়ের ৮ জনের দল। সেই ফুটেজ দেখার পাশাপাশি ভিডিও সংক্রান্ত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টও খতিয়ে দেখা হবে। অনুবাদ করা হবে ফুটেজের কথোপকথন। সমস্ত নথি খতিয়ে দেখে কাদের তলব করা হবে, সেই নামের তালিকাও চূড়ান্ত করা হবে। এরপর বেলা দুটো নাগাদ বিশেষ বৈঠকে বসবে সিবিআই।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -