দ্বিপাক্ষিক সম্পর্কে সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীর চিন সফরে ‘না’ কেন্দ্রের
ABP Ananda, web desk
Updated at:
07 May 2017 12:11 PM (IST)
NEXT
PREV
কলকাতা: মুখ্যমন্ত্রীর চিন সফরে ছাড়পত্র দিল না কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিল চিন সরকার। কিন্তু প্রাথমিকভাবে রাজি হলেও, ছাড়পত্র দিল না কেন্দ্রীয় সরকার।আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশ মন্ত্রক সূত্রের খবর, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে প্রধানমন্ত্রী চাইছেন না, কোনও মন্ত্রী চিনে সফর করুন। সম্প্রতি অরুণাচল প্রদেশে দলাই লামার সফরের পর রীতিমত হুমকি দেওয়া শুরু করেছে বেজিং। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রের আশঙ্কা, বর্তমান পরিস্থিতিতে মমতাকে নিয়ে গিয়ে তাঁকে কোনও ফাঁদে ফেলতে পারে বেজিং। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করেন, এর সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়ও জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে সচেতন। তাই ছাড়পত্র না দেওয়া নিয়ে তিনি কোনও কেন্দ্র-বিরোধী রাজনীতি করতে ইচ্ছুক নন।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -