উত্তর ২৪ পরগনা: শুক্রবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ার সভায় দাঁড়িয়ে বিজেপি ও মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের হাতিয়ার করলেন আধার-ইস্যুকে। বললেন, আধার লিঙ্ক করার পর ব্যাঙক থেকে টাকা খোয়া গেলে টাকা দিতে হবে কেন্দ্রকে। তাদের এ নিয়ে গ্যারান্টি দিতে হবে।
পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপিও। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আধার দরকার। আধার হলে অনুপ্রবেশকারীরা ঝামেলায় পড়বে। মিড মিল নিয়ে ঝামেলায় পড়বে। ভাইদের কামাইয়ে টান পড়ছে, তাই দিদি আধারের বিরোধিতা করছেন।
তথ্য জানার অধিকার আইনের আওতায় আধার কার্ড প্রস্তুতকারক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই সম্প্রতি জানায়, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার প্রায় ২১০টি ওয়েবসাইটে আধার প্রাপকদের নাম, ঠিকানা সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
এই প্রেক্ষাপটে, এ দিন ফের আধার ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি সভা করেন হাড়োয়ায়। যেখানে প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। হাড়োয়ার এই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, বিজেপির কাজ হল বিভেদের রাজনীতি করা। অনেক সময় বলে তুমি সংখ্যালঘুদের কথা, গরিব মানুষের কথা কেন বলছ? কেন বলব না। রাজ্যে তিরিশ শতাংশ সংখ্যালঘু। তারা কি রাজ্যের মানুষ নয়? হাজার বার বলব। মণীষিদের পথে চলব। দাঙ্গাবাজদের কথা শুনব না।
এ নিয়েও জবাব দিতে দিরে করেনি বিজেপি। দিলীপ ঘোষ বলেন, আমরা বিভেদের রাজনীতি করি না। উনি করেন। মোদিজি বলেন সব কা সাথ, সব কা বিকাশ। উনি সংখ্যালঘুদের তোষামোদ করে বিভেদের রাজনীতি করেন।
বছর গড়ালেই পঞ্চায়েত ভোট। যত সময় গড়াচ্ছে, ততই তৃণমূল-বিজেপি সংঘাত চরমে উঠছে।