মেষ


ব্যবসার ক্ষেত্রে চুরি থেকে আজ সাবধানে থাকুন। মানসিক অশান্তি আজ ভোগাবে। আজ কিছু পাওনা আদায় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়বে। প্রিয়জনের থেকে কোনও উপকার পেতে পারেন আজ। কাজের ক্ষেত্রে উদ্বেগ বাড়বে। পেটের সমস্যা ভোগাবে। 

বৃষ


শরীর ভাল না থাকায় কাজে অনীহা। আত্মীয় থেকে কোনও বিপদ আসতে পারে। আজ সাবধানে চলাফেরা করুন। পিতার সঙ্গে বিরোধের সম্ভাবনা। বাড়িতে অতিরিক্ত খরচ বাড়বে। কোনও কাজে প্রতারিত হতে পারেন। সন্তানের ব্যবহারে উদ্বেগ।  ঠাণ্ডা লাগা থেকে সাবধান।

মিথুন


সহৃদয় ব্যক্তির সহায়তায় সমস্যা থেকে মুক্তি। আজ জলপথে ভ্রমণ এড়ানোই ভাল। মানসিক শান্তি বজায় থাকবে। ব্যবসার দিকে চাপ বাড়বে। কোনও ঝুঁকি নেওয়ার আগে ভেবে চিন্তে নিন। আপনার কোনও আচরণে আজ কেউ আঘাত পেতে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা। 

কর্কট


অংশীদারি ব্যবসার জন্য কোনও ক্ষতি হতে পারে । ভাল কাজে আজ বাধা পড়তে পারে। বন্ধুদের সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক অশান্তি। পড়াশোনার ক্ষেত্রে ভাল সুযোগ আসছে। কাজের জন্য দূর ভ্রমণের সম্ভাবনা। মাথার যন্ত্রণা বাড়বে। 

সিংহ


ব্যবসার দিকে লাভ বাড়তে পারে ও সঞ্চয়ের জন্য চিন্তা ভাবনা।   শুভ কোনও কাজের জন্য আজ যোগাযোগ করতে পারেন। ব্যবসার দিকে কাজের আনন্দ পাবেন। খরচ বাড়ার সম্ভাবনা। প্রেম প্রণয়ে আনন্দ। কর্মস্থলে বিবাদের সম্ভাবনা। বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। 

কন্যা


শিক্ষকদের সম্মান বাড়বে। কোনও কাজের জন্য গভীর চিন্তা করতে হতে পারে। সন্তানের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার দিকে বাড়তি বিনিয়োগ করতে পারেন। শরীরের কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে। খেলাধুলোয় সাফল্য লাভ। কোনও সুন্দর সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা । ব্যবসার দিকে আয় বৃদ্ধি। ভ্রমণের জন্য আলোচনা। বাড়িতে কোনও ডাক্তারের খরচ বাড়তে পারে।

তুলা


আজ সকাল থেকে কাজের চাপ অবাড়তে পারে। উচ্চ  ব্যক্তি সঙ্গে দেখা হওয়ায় উপকার। কারও বিবাহ সংবাদে মনে আনন্দ।  যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে উচ্চ আশা থাকলে আজ তা সফল হতে পারে।  পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

বৃশ্চিক


আজ নিজের প্রতিভা দেখাবার খুব ভাল সুযোগ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকুল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। মানসিক কোনও উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে।  দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।  আজ সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না।  বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। 

ধনু


বুকের কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। সাধু সেবায় মনে শান্তি।

মকর


স্বাস্থ্যকর স্থানে ভ্রমণের সম্ভাবনা। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে খেদ তৈরি হবে, কর্মের জায়গাতে সুনাম বৃদ্ধি। দীর্ঘদিনের কোনও আশা পূরণ হবে আজ। বিনিয়োগের ব্যবসায় ভাল ফল পাবেন। স্ত্রীর সঙ্গে অশান্তি থেকে মুক্তি। 

কুম্ভ


কর্মস্থলে খুব সাবধানে থাকুন, বিবাদ বাড়তে পারে। সঙ্গীত চর্চায়  হাল ছাড়লে মুশকিল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন।  আজ সারাদিন নানা দিক থেকে কর্মের  সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে  বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে।

মীন


ব্যবসার দিকে অর্থ লাভে দেরি হতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে । পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গেও নিজেকে মানিয়ে নিন। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন।