কথিত আছে, শিকারপুর এলাকার কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ওই মন্দিরটি দেবী চৌধুরাণীর স্মৃতি বিজড়িত। এটিই ছিল ভবানী পাঠকের ডেরা। গতকাল রাত ১০টা নাগাদ মন্দিরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা মন্দির। পরে দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
জলপাইগুড়িতে ভবানী পাঠকের স্মৃতিবিজড়িত প্রাচীন মন্দির পুড়ে ছাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2018 08:47 AM (IST)
NEXT
PREV
জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জে কয়েক শতাব্দী পুরনো ভবানী পাঠকের মন্দির পুড়ে ছাই হয়ে গেল। প্রদীপের শিখা থেকে আগুন লেগেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
কথিত আছে, শিকারপুর এলাকার কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ওই মন্দিরটি দেবী চৌধুরাণীর স্মৃতি বিজড়িত। এটিই ছিল ভবানী পাঠকের ডেরা। গতকাল রাত ১০টা নাগাদ মন্দিরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা মন্দির। পরে দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
কথিত আছে, শিকারপুর এলাকার কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের ওই মন্দিরটি দেবী চৌধুরাণীর স্মৃতি বিজড়িত। এটিই ছিল ভবানী পাঠকের ডেরা। গতকাল রাত ১০টা নাগাদ মন্দিরে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা মন্দির। পরে দমকলের ২টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -