ফের রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিন বদল, দেখুন-কোন কোন তারিখে লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Aug 2020 06:41 PM (IST)
ফের রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিন বদল। সাপ্তাহিক লকডাউন ৫, ৮, ২০, ২১, ২৭ অগাস্ট।
এরপর সাপ্তাহিক লকডাউন হবে ২৮, ৩১ অগাস্ট।’
কলকাতা: ফের রাজ্যে সাপ্তাহিক লকডাউনের দিন বদল। 'সাপ্তাহিক লকডাউন ৫, ৮, ২০, ২১, ২৭ অগাস্ট'। ‘এরপর সাপ্তাহিক লকডাউন হবে ২৮, ৩১ অগাস্ট।’ ‘মানুষের ভাবাগের ও অনুরোধের কথা ভেবে সিদ্ধান্ত’,বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য সরকার এই নিয়ে ৩ বার অগাস্টের লকডাউনের দিন বদল করা হল। রাজ্যে ক্রমবর্দ্ধমান করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সপ্তাহে দুদিন করে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছিল। অগাস্ট মাসজুড়ে সাপ্তাহিক লকডাউন চলবে বলে জানানো হয়েছিল। অগাস্টে সাতদিন লকডাউন হবে বলে জানানো হয়। সেই মতো চলতি মাসে মোট সাত দিন লকডাউন। তবে দিন বদল করা হল। সূচী বদল প্রসঙ্গে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর ট্যুইট, ‘লকডাউনকে প্রহসনে পরিণত করেছে সরকার।লকডাউনের ক্যালেন্ডার এই নিয়ে চারবার বদলে গেল।১০ থেকে কমে হল ৭ দিন।কে বানাচ্ছে এই তালিকা ?কেন এবং কোন যুক্তিতে ? কেউ জানে ?সরকার না সার্কাস।’ বিজেপি নেতা রাহুল সিনহাও সরকারের তীব্র সমালোচনা করেছেন।