উত্তরপাড়া: সরস্বতী ঠাকুর বিসর্জন। আর তা ঘিরেই হুগলির উত্তরপাড়ায় ধুন্ধুমার। স্থানীয় সূত্রে খবর, উত্তরপাড়ারই মাকলার জনা তিরিশেক যুবক শনিবার রাতে ঠাকুর ভাসান দিতে যাচ্ছিলেন। অভিযোগ, তাঁরা প্রত্যেকেই ছিলেন মত্ত। রাজবাড়ির কাছে রাস্তার ধারে একটি টোটোতে মত্ত যুবকরা প্রথমে ভাঙচুর চালান। মারধর করা হয় টোটো চালককেও। স্থানীয় কয়েক জন যুবক প্রতিবাদ করলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

টোটোচালক-সহ তিন জন আহন হন। ২ জনের মাথা ফাটে। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারী যুবকরা পালান বলে অভিযোগ। পরে মাকলা এলাকা থেকে চার জনকে আটক করে পুলিশ।