জলপাইগুড়ি: ফের শিশুপাচারকাণ্ডে বিজেপি-যোগ। জলপাইগুড়ির হোমে পাচারচক্রে সিআইডির এফআইআরে বিজেপির মহিলা মোর্চার নেত্রীর নাম।
দক্ষিণবঙ্গে আগে ধরা পড়েছিলেন চিকিৎসক নেতা! এবার উত্তরবঙ্গে অভিযুক্ত হলেন মহিলা সংগঠনের নেত্রী! শিশুপাচারচক্রের সঙ্গে ফের নাম জড়াল বিজেপির। সল্টলেকের দিলীপ ঘোষের পর, এবার শিরোনামে জলপাইগুড়ির জুহি চৌধুরী! তিনি বিজেপির মহিলা সংগঠন, ভারতীয় জনতা মহিলা মোর্চার সাধারণ সম্পাদক! জুহির বাবা রবীন্দ্রনাথ চৌধুরী বিজেপির রাজ্য কমিটির সদস্য! সূত্রের দাবি, জলপাইগুড়ির শিশুপাচারকাণ্ডে সিআইডি যে এফআইআর করেছে, তাতে নাম রয়েছে বিজেপি-র মহিলা নেত্রী জুহি চৌধুরীর!
সিআইডি সূত্রে দাবি, শিশুপাচারকাণ্ডে ধৃত জলপাইগুড়ির স্কুলশিক্ষিকা চন্দনা চক্রবর্তীর সঙ্গে জুহির দীর্ঘদিনের পরিচয়। সেই সূত্রেই, চন্দনার হোমের লাইসেন্স নবীকরণ কিম্বা অনুদানের বিষয়ে তিনি দিল্লিতে তদ্বির করতেন বলে অভিযোগ! আরও অভিযোগ, দত্তকের নাম করে, চন্দনার হোম থেকে, চড়া দামে বিদেশে যে সব শিশুপাচার হয়েছে, তাতেও সক্রিয় ভাবে যুক্ত জুহি!
গোয়েন্দা সূত্রে দাবি, আগে একাধিকবার চন্দনাকে নিয়ে দিল্লি গিয়েছেন জুহি। দু’একদিনের মধ্যে ফের রাজধানীতে যাওয়ার কথা ছিল তাঁদের! কিন্তু শনিবার চন্দনা চক্রবর্তীকে আচমকা গ্রেফতার করে ফেলে সিআইডি! ফলে ভেস্তে যায় সেই পরিকল্পনা!
এদিন জলপাইগুড়ির আসাম মোড়ের বাড়িতে গিয়েও, বিজেপির মহিলা নেত্রীকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে, শিশু পাচারে যুক্তি থাকার অভিযোগ অস্বীকার করেন জুহি। তবে, চন্দনা যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, সে কথা মেনে নিয়েছেন তিনি! অভিযুক্ত বিজেপি নেত্রীর দাবি, সব অভিযোগ মিথ্যে। তবে, আমার কাছে চন্দনা এসেছিলেন। আমি জনপ্রতিনিধি। যে কেউ আসতেই পারে। চন্দনা সাহায্য চাইতে এসেছিল। কিন্তু সাহায্য করিনি।
যদিও, শিশুপাচারে দলের মহিলা নেত্রী জুহির নাম জড়ানোর নেপথ্যে, প্রতিহিংসা দেখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! তিনি বলেন, প্রতিহিংসা মূলক আচরণ, ওর বাবা আমাদের সক্রিয় কর্মী। তবে অভিযোগ যখন উঠেছে, আমরা খতিয়ে দেখছি।
শিশুপাচারে সক্রিয় ভাবে যুক্ত থাকার অভিযোগে, কয়েক মাস আগেই সল্টলেকের বিজেপি নেতা, পেশায় চিকিৎসক দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়। চার্জশিটেও তাঁর নাম রয়েছে। এই পরিস্থিতিতে, শিশুপাচারের মতো ঘৃণ্য অপরাধের ঘটনায় নাম জড়াল বিজেপির এক মহিলা নেত্রীর! রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই ঘটনা যে বিজেপির বিড়ম্বনা বাড়াবে, তা বলাই বাহুল্য।
উত্তরবঙ্গের শিশুপাচারচক্রের শিকড়ে পৌঁছতে এখন হন্যে হয়ে জুহিকে খুঁজছেন গোয়েন্দারা। সূত্রের খবর, তদন্তকারীরা মনে করছেন, তাঁকে পেলেই অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে। কারণ, অভিযোগ, বিজেপির এই নেত্রীই কার্যত চন্দনার হোমগুলির রক্ষক ছিলেন!
শিশুপাচারকাণ্ডে ফের বিজেপি-যোগ! এবার অভিযুক্ত মহিলা মোর্চা নেত্রী জুহি চৌধুরী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2017 08:13 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -