কলকাতা: বুধবার থেকে শুরু হচ্ছে নতুন সিলেবাসে, নয়া আদলে মাধ্যমিক। চলবে ৩ মার্চ পর্যন্ত।
এবার মাধ্যমিক, নতুন সিলেবাসে। নয়া আদলে। ৯০ নম্বরের লিখিত পরীক্ষার ৪০ শতাংশই থাকছে মাল্টিপল চয়েস এবং এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন।বাকি দশ নম্বর, এবার আর মৌখিক নয়। তা হবে স্কুলের শেষ মূল্যায়নের ভিত্তিতে।
এক নম্বর ও মাল্টিপল চয়েজের এত প্রশ্নের ফলে হল কালেকশনের রমরমা বাড়তে পারে, এই আশঙ্কা থেকে পরিদর্শকদের কড়া বার্তা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি ঘরে এবার থাকবেন বাড়তি একজন পরিদর্শক। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এদিন পরিদর্শকদের নির্দেশ দেন, গল্প করবেন না, বারান্দায় দাড়িয়ে থাকবেন না।
গতবারের তুলনায় এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০১৪ সালের মাধ্যমিকে মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৪২ হাজার।
২০১৫-তে কমে দাড়ায় ১০ লক্ষ ৩২ হাজারে। ২০১৬য় পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় ১১ লক্ষ ৪৭ হাজার। এবার মাধ্যমিকে পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৫ হাজারের কাছাকাছি। অর্থাৎ আগের বছরের তুলনায়, এ বছর পরীক্ষার্থী কমেছে ৭০ হাজারের বেশি।
কিন্তু, পরীক্ষার্থীর সংখ্যা এবার কমল কেন? মধ্যশিক্ষা পর্ষদের ব্যাখ্যা, গত বছর, পুরনো সিলেবাসে শেষ মাধ্যমিক হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছিল। পাশাপাশি, সিসি এবং কমপার্টমেন্টাল পরীক্ষার্থীদের পাসের হারও ক্রমশ বেড়েছে। এটাও অন্যতম কারণ এবারে পরীক্ষার্থী কমার। তবে, ২০১৫’র চেয়ে প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী এবার বেশি।
৯০ নম্বরের লিখিত পরীক্ষার চল্লিশ শতাংশই এবার মাল্টিপল চয়েজ এবং এক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন। বাকি দশ নম্বর, মৌখিকের বদলে হবে স্কুলের শেষ মূল্যায়নের ভিত্তিতে।
বুধবার থেকে শুরু নতুন সিলেবাস, নয়া আদলের মাধ্যমিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Feb 2017 07:37 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -