দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ-জনতা সংঘর্ষে অগ্নিগর্ভ দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। স্থানীয় সূত্রে দাবি, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে একজনের। গুলিবিদ্ধ বেশ কয়েকজন। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
গত চার তারিখ থেকে নিখোঁজ ছিলেন লক্ষীনারায়ণপুরের বাসিন্দা এক পশু ব্যবসায়ী। পাঁচ তারিখ ভাজনা গ্রামের একটি পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবার ও স্থানীয়দের একাংশ দাবি করে, টাকা লুঠ করেই খুন করা হয়েছে ব্যবসায়ীকে। ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায়, আজ থানায় যায় মৃতের পরিজন ও প্রতিবেশীরা। কিন্তু আলোচনা চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে জনতা। এরপরই শুরু হয় ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে । দু’পক্ষের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয়। স্থানীয় সূত্রে দাবি, ১৪ রাউন্ড গুলি চালায় পুলিশ।
ব্যবসায়ী খুনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে পুলিশ-জনতা সংঘর্ষ, মৃত ১
Web Desk, ABP Ananda
Updated at:
11 Sep 2016 05:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -