বজবজ: নদীতে হঠাৎ বান, জলের তোড়েই ডুবে গেল বাংলাদেশি বার্জ। বাংলাদেশি ওই বার্জের মাস্টার এবিপি আনন্দকে জানান, “সকাল ৯টায় বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছিলাম। পিছন থেকে কলকাতা পোর্ট ট্রাস্ট নামের একটি জাহাজ আমাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। সাউড করে দেওয়া হলেও ওই জাহাজ ডান দিক থেকে এসে বার্জের মাঝখানে ধাক্কা মারে। তারপর কোনও ভাবে বার্জকে সাইড করে এই জায়গায় নিয়ে এসেছি।”


ইঞ্জিনে কী কোনও সমস্যা ছিল? বার্জের মাস্টার বলেন, “না ইঞ্জিনে কোনও সমস্যা ছিল না। ধাক্কা খাওয়ার পরই বার্জ ঘুরে যায়। জল উঠতে শুরু করে তারপর আসতে আসতে বার্জটি ডুবে গেল।” তিনি এও জানান, বার্জের একজন কর্মী দুর্ঘটনায় আহত হয়েছেন। মাথায় আঘাত লেগেছে তাঁর। মাথা ফাটা অবস্থায় তাঁকে কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। বার্জ পরিষ্কার করার সময় ভারতীয় জাহাজ সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ তাঁর। একজন বাদ দিয়ে বার্জে সামিল ১৩ জন অক্ষত রয়েছে বলেও জানিয়েছেন বার্জ মাস্টার।



উল্লেখ্য, গত ১ তারিখ ভারতে এসেছিল এই বার্জ। আজ বাংলাদেশি পণ্যবাহী বার্জটির ফিরে যাওয়ার কথা ছিল।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে ‘এমভি মমতাময়ী মা’ নামের ওই বার্জটি বাংলাদেশের দিকে যাচ্ছিল। সেই উল্টোদিক থেকে আসছিল পোর্ট ট্রাস্টের একটি জাহাজ। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার আক্রার কাছে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে বার্জে আগুন লেগে যায়। এরপর ডুবতে শুরু করে ফ্লাইং অ্যাশবোঝাই বার্জটি। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারাই বার্জের কর্মীদের উদ্ধার করে। দুর্ঘটনার পরই পোর্ট ট্রাস্টের জাহাজটি ডায়মন্ডহারবারের দিকে চলে যায়। বার্জটি ডুবে যাওয়ায় নদীতে ছড়িয়ে পড়তে শুরু করেছে ফ্লাইং অ্যাশ। যার জেরে দূষণ ছড়ানোর আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।