নিকাশি নালা নিয়ে বিবাদ, অন্তঃসত্ত্বার পেটে লাথি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2018 09:48 AM (IST)
উস্তি: দুই পরিবারের মধ্যে নিকাশি নালা নিয়ে বিবাদ। অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার দেউলা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, নিকাশি নালা নিয়ে গোপাল সর্দারের সঙ্গে বিবাদ চলছিল প্রতিবেশী বলরাম হালদারের। বলরাম নিকাশি নালা আটকে দেওয়ায় গোপালের বাড়িতে নোংরা জল ঢুকে পড়ে। অভিযোগ, এনিয়ে বচসার জেরে বৃহস্পতিবার গোপালের বাড়িতে বলরাম ও তার দলবল চড়াও হয়। গোপালের চার মাসের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি ওই তরুণী। ঘটনায় বলরাম-সহ ৪ জনের বিরুদ্ধে উস্তি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।