রানিগঞ্জ: জি ডি বিড়লা, কারমেলকাণ্ডের ছায়া এবার রানিগঞ্জের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।


শিক্ষার আলোয় আলোকিত করার দায়িত্ব যাঁর ওপর, তাঁর বিরুদ্ধেই এক ছোট্ট পড়ুয়ার ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেওয়ার অভিযোগ। রানিগঞ্জের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

নির্যাতিতা ছাত্রীর পরিবারের অভিযোগ,

খাতা দেখার নাম করে ডেকে ওই ছাত্রীর ওপর যৌন নির্যাতন চালান প্রধান শিক্ষক চন্দনকুমার দত্ত। কাউকে জানালে স্কুল থেকে বার করে দেওয়া হবে ছোট্ট মেয়েটিকে শাসানো হয়। ভয়ের চোটে সে দীর্ঘদিন কাউকে কিছু বলতে পারেনি। শেষমেশ কয়েকদিন আগে এক দিদিকে সব বলে সে।

রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিত ছাত্রীর পরিবার। তার ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষও।

কিছুদিন আগে কলকাতা জি ডি বিড়লা এবং কারমেল স্কুলেও একই ধরনের অভিযোগ ওঠে। এবার রানিগঞ্জ। বারবার এধরনের ঘটনা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষকদের বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠলে তাঁদের থেকে পড়ুয়ারা কী শিখবে? কোন ভরসায় শিক্ষকের ওপর সন্তানের দায়িত্ব ছাড়বেন মা-বাবা?