দার্জিলিং: দাদু অসুস্থ। একা ডাক্তারের কাছে পাঠানোটা ঠিক হবে না ভেবে দাদুর সঙ্গে মেয়েকে শিলিগুড়ি পাঠিয়েছিলেন মা-বাবা। কিন্তু, সেখানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হল দশম শ্রেণির ছাত্রীকে। প্রকাশ্যে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা এই কিশোরীর দাবি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকার পরপরই তাঁদের পিছু নেয় এক সিআরপিএফ জওয়ান। ডাক্তার দেখে বেরিয়ে ওষুধ কিনতে যাওয়ার সময় ওই জওয়ান তাঁর শ্লীলতাহানি করে। চিৎকার চেচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা জওয়ানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত কল্যাণপ্রসাদ ভেলকে গ্রেফতার করেছে মাটিগাড়া থানার পুলিশ।