চুঁচুড়া: চুঁচুড়ায় বছর সাতাশের শিক্ষিকার রহস্যমৃত্যু। ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। আত্মহত্যা না কি নেপথ্যে অন্য কিছু? খতিয়ে দেখছে পুলিশ।
রায়বাজারে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন মনিকা গঙ্গোপাধ্যায়, পড়াতেন রাধারানি বালিকা বিদ্যালয়ে। মনিকার স্বামী বছর ৩২-এর অয়ন ঘোষও স্কুল শিক্ষক। তিনি পড়ান চুঁচুড়ার মল্লিকবাটী প্রাইমারি স্কুলে।
স্থানীয় সূত্রে খবর, বছর খানেক ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। তাঁদের আট বছরের মেয়ে কখনও থাকে বাবার কাছে, কখনও মায়ের কাছে। শিক্ষিকার স্বামীর দাবি, মঙ্গলবার প্রথমে তিনি স্ত্রীকে ফোন করেন।ফোনে না পেয়ে মেয়েকে নিয়ে যান স্ত্রীয়ের ফ্ল্যাটে।কিন্তু, বার বার কলিং বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছে না দেখে প্রতিবেশীদের খবর দেন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দরজা ভেঙে বছর সাতাশের শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। তবে, এটা আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। কিন্তু, কেন আত্মহত্যা? সত্যিই আত্মহত্যা না কি নেপথ্যে অন্য কিছু? খতিয়ে দেখছে পুলিশ।
চুঁচুড়ায় তরুণী শিক্ষিকার রহস্যমৃত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jan 2018 03:26 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -