পূর্ব বর্ধমান: দুপুরে পড়াশোনা না করে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় বকাবকি করেছিলেন মা। সন্ধেয় বাড়ির পাশেই মিলল স্কুলছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মায়ের বকুনিতে অভিমানে ‘আত্মঘাতী’ ছাত্র।
দশম শ্রেণিতে পড়ত ভাতারের আমারুনের বাসিন্দা, অরিজিৎ ঘোষ। পরিবারের দাবি, পড়াশোনায় মন ছিল না অরিজিতের। বাড়িতে বেশিরভাগ সময়ে টিভি দেখত।
বৃহস্পতিবার দুপুরে সাইকেল নিয়ে বেরিয়ে যায় সে। বাড়ি ফিরতে বকাবকি করেন মা। তারপর সন্ধেয় বাড়ির পাশে, গোয়াল ঘরে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ।
পরিবারের দাবি, মায়ের বকাবকির জেরেই অভিমানে আত্মঘাতী হয়েছে স্কুলছাত্র। পড়াশোনা না করলে অভিভাবকরা বকাবকি করবেন, এটাই তো স্বাভাবিক। তাই বলে এই তুচ্ছ কারণে আত্মহত্যা! কিশোর-মনে এ কেমন প্রবণতা?
পড়াশোনা না করায় মায়ের বকুনি, ‘আত্মঘাতী’ দশম শ্রেণির ছাত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Oct 2017 09:15 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -