পূর্ব বর্ধমান: পাখির চোখ, পঞ্চায়েত ভোট। সেই ভোটের আগে এবার গরিবদের জন্য আবাসন নির্মাণে জোর দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার বর্ধমান শহর সংলগ্ন জেলা কৃষি খামার মাঠে মাটি উৎসবের সূচনা করে মুখ্যমন্ত্রীর ঘোষণা, আগামী ২৯ জানুয়ারি রাজ্যের ৫ লক্ষ গরিব মানুষের হাতে বাংলার বাড়ি তুলে দেওয়ার কর্মসূচির সূচনা হবে। তিনি বলেন, ৫ লক্ষ বাড়ি দেওয়া হবে। নেতাজি ইন্ডোরে হবে মূল অনুষ্ঠান। জেলায় সূচনা করবেন ডিএম। ১ লক্ষ ২০ করে পাবেন। ভোটপ্রক্রিয়া চলায় উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় ওই কর্মসূচি পালিত হবে না। ওই দুই জায়গায় হবে ৪ ফেব্রুয়ারি। এদিনও, নাম না করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কেন্দ্রের কাছে মাথা নত করছি না বলে ইডি, সিবিআইকে দিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না। বাংলা মাথা উঁচু করে চলবে। মাটি উৎসবের দুই বর্ধমানকে নির্মল জেলা হিসেব সম্মান জানানোর পাশাপাশি, বিভিন্ন জেলার ১০৩ জন কৃষককে বিশেষ সম্মান জানানো হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চায়েত ভোটে জমি শক্ত করার চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করার পাশাপাশি তিনি যে উন্নয়নকে হাতিয়ার করতে চান, এদিন সেই বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লক্ষ্য পঞ্চায়েত ভোট, রাজ্যজুড়ে ৫ লক্ষ গরিবকে বাড়ি দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2018 08:03 PM (IST)