লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মালদার কালিয়াচক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jan 2018 10:34 AM (IST)
মালদা: লরির ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মালদার কালিয়াচক। লরি থেকে তোলাবাজির অভিযোগে পুলিশের উপর চড়াও এলাকাবাসী। পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ। আজ ভোর পৌনে ৬টা নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। জখম হন বাইকে থাকা আরও একজন। এর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এলাকাবাসীদের অভিযোগ, ওই রাস্তায় লরি থেকে পুলিশ তোলাবাজি করছিল। ওই সময় আচমকাই একটি লরি গতি বাড়িয়ে পালাতে গেলে দুর্ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।