মেদিনীপুর: মোষ চুরির গুজব থেকে মোবাইল ফোন কিংবা আম চুরির সন্দেহ! কিংবা নিজেদের উদ্দেশ্য পূরণে কারোর গায়ে ডাইনি তকমা দিয়ে দেওয়া। আর তারপর পিটিয়ে খুন! সাম্প্রতিক কালে এরকম একাধিক নৃশংস ঘটনা ঘটেছে। বারবার হাতে তুলে নেওয়া হচ্ছে আইন।এই প্রবণতা নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে তিনি প্রশাসনিক সভা করেন। এ ধরনের ঘটনা রুখতে পুলিশ-প্রশাসনকে তিনি একগুচ্ছ নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ,অভিযোগ জোরালো মনে হলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে ব্যবস্থা নিতে হবে।বাড়াতে হবে পুলিশি নজরদারি, তবেই কমবে অপরাধ। ধরাবাঁধা নয়, নজরদারিতে হেরফের এনে তা আরও কার্যকরী করতে হবে।প্ররোচনাকারীদের চিহ্নিত করতে হবে।
একে সামাজিক অপরাধ হিসেবে চিহ্নিত করে পুলিশকে সচেতনতা বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।


সম্প্রতি, ডায়মন্ডহারবারে মোষ চুরির গুজবে এক কলেজ ছাত্রকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এর কয়েক দিন পরেই আম চোর সন্দেহে এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে হরিদেবপুরে। এছাড়াও, কখনও কুলতলি, কখনও কাটোয়া তো কখনও কোলাঘাটে, সন্দেহের বলি হয়েছে তরতাজা প্রাণ। এ দিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সচেতনতা বাড়াতে হবে।