সুমন ঘড়াই ও সমিত সেনগুপ্ত, কলকাতা:  কয়েক জন মন্ত্রীর কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই খবর। জানা গেছে, মুখ্যমন্ত্রীর দফতরকে না জানিয়ে বড় খরচ করা যাবে না বলেও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তৃতীয়বার ক্ষমতায় আসার পর, বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই বৈঠকে কয়েকজন মন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেন তিনি।নবান্ন সূত্রে খবর,সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আপনার দেখা করার কথা ছিল। এতদিন হয়ে গেল দিল্লি যাননি কেন? 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘাটাল, দিঘা, সুন্দরবন মাস্টার প্ল্যান নিয়ে মন্ত্রীদের দল দিল্লি যাবে, দেখা করবেন মন্ত্রীর সঙ্গে, ডিভিসি-ফারাক্কা নিয়ে কথা বলবেন।


নবান্ন সূত্রে আরও খবর, সমবায়মন্ত্রী অরূপ রায়ের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমবায় ব্যাঙ্কের কাজ ঠিকমতো হচ্ছে না। প্রচুর বেনামি অ্যাকাউন্ট আছে। সেগুলোর অডিট করা হয়নি কেন? এই পরিস্থিতিতে ব্যবস্থা নেওয়ার জন্য সমবায়মন্ত্রীকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।


একটি জুডিসিয়াল মিউজিয়াম তৈরির পরিকল্পনা নিয়েছে পূর্ত দফতর। সূত্রের খবর, সেই বিষয়ে পূর্তমন্ত্রী মলয় ঘটককে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দেন, তাঁর অনুমতি ছাড়া হুটহাট খরচ করা যাবে না। 
এরপরই বৈঠকে উপস্থিত সব মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,মুখ্যমন্ত্রীর দফতরের অনুমতি ছাড়া বড় কোনও খরচ করা যাবে না। রাজ্যে অনেক প্রকল্প চলছে। কেন্দ্র টাকা দিচ্ছে না। প্রকল্পের জন্য টাকা লাগবে। সেজন্য খরচ কমাতে হবে। 


এদিকে, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কার্যকলাপ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিন বছরের টাকা আগাম খরচ করে ফেলেছেন আগের মন্ত্রী। 


এদিনের বৈঠকেই মাদার ডেয়ারির নাম বদলে, বাংলা ডেয়ারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সাংবাদিক বৈঠক এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, এদিনই বালি, কয়লা ও গরু পাচার রুখতেও আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।



অন্যদিকে, এদিনই বালি, কয়লা ও গরু পাচার রুখতেও আধিকারিকদের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
।