কলকাতা: কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হেরে যাওয়া ৪ মন্ত্রীকে পুনর্বাসন দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস মতোই সমতুল পদ ফিরে পেলেন ভোটে হারা চার মন্ত্রী। পূর্ণমন্ত্রী সমমর্যাদার পদে আনা হল মণীশ গুপ্ত, উপেন বিশ্বাস এবং শঙ্কর চক্রবর্তীকে। প্রতিমন্ত্রীর সমান পদ পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। উল্লেখ্য, দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনই মমতা জানিয়েছিলেন, যে মন্ত্রীরা হেরে গিয়েছেন, তাঁদের উপযুক্ত মর্যাদার পদে ফিরিয়ে আনা হবে।

তৃণমূল সরকারের প্রথম ইনিংসে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন মণীশ গুপ্ত।
এখন থেকে তিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। সামলাবেন বিদ্যুৎ দফতরের উপদেষ্টা পদও।
পদমর্যাদা ও বেতন, পূর্ণমন্ত্রীর সমতুল।

পুনর্বাসন পেয়েছেন পরাজিত মন্ত্রী শঙ্কর চক্রবর্তীও। প্রাক্তন পুর্তমন্ত্রীকে ম্যাকিনটস বার্ন লিমিটেড, স্যাক্সবি ফার্মা লিমিটেড এবং ব্রিটানিয়া ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান করা হয়েছে। পদমর্যাদা ও বেতন, পূর্ণমন্ত্রীর সমতুল।
আগের বার অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন উপেন বিশ্বাস। পরাজিত এই প্রাক্তন আমলাকে এবার রাজ্য তফসিলি জাতি-উপজাতি এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ নিগমের চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর পদমর্যাদা এবং বেতনও পূর্ণমন্ত্রীর সমতুল।
ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশনের চেয়ারপার্সন করা হয়েছে, স্বাস্থ্য ও আইন দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। দমদম উত্তরের পরাজিত এই তৃণমূল প্রার্থীর পদমর্যাদা ও বেতন, প্রতিমন্ত্রীর সমতুল।
প্রাক্তন মন্ত্রীদের নানা পদে নিয়োগের পাশাপাশি আইপিএস স্তরেও একাধিক রদবদল করেছে রাজ্য সরকার।

রাজ্য পুলিশের ডিজি পদে, জি এম পি রেড্ডির জায়গায় আনা হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি ডিজি সিআইডি পদে ছিলেন।

ডিজি (হোমগার্ড) ডি পি তারেনিয়াকে স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি করা হয়েছে।

ডিজি হোমগার্ড করা হয়েছে রাজ কানোজিয়াকে। তিনি ছিলেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের ডিজি।

রাজ্য সশস্ত্র পুলিশের ডিজি পদ থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার নিরাপত্তা উপদেষ্টা করে পাঠানো হয়েছে সি ভি মুরলীধরকে।
সোমবারই এই রদবদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।