বীরভূম: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি লজ্জার। সিবিআই না পারলে, সুযোগ পেলে আমি নোবেল খুঁজে বের করব। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর।

সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরির কিনারা করতে না পারলে, রাজ্য সরকার তদন্ত করে নোবেল খুঁজে বের করবে! বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী হিসেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পা রেখে এমনটাই আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, উপাচার্য স্বপন দত্তের আমন্ত্রণে সারা দিয়ে সেখানে যান মুখ্যমন্ত্রী। বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে পড়ুয়াদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানান উপাচার্য। সেখানেই বক্তব্য, রাখতে গিয়ে নোবেল চুরির প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী।

২০০৪ সালে বিশ্বভারতী থেকে চুরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল। তদন্তে নামে সিবিআই। কিন্তু, দীর্ঘদিন তদন্তের পরও নোবেল চুরির কিনারা করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষাপটে শান্তিনিকেতনে দাঁড়িয়ে নোবেল চুরি বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন, উপাচার্য ও পড়ুয়াদের উদ্দেশ্যে অনুযোগের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্বভারতী কখনও তাঁর কাছ থেকে কোনও সাহায্য চায় না।

রাজীব গাঁধীর সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আগে একবার আসার সুযোগ পেলেও, তারপর আর আসা হয়নি বলে আক্ষেপ ঝড়ে পড়ে আবেগাপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিন লিপিকা অডিটোরিয়াম থেকে ছাতিমতলা পর্যন্ত হেঁটে যান মুখ্যমন্ত্রী। ছাতিমতলায় মোমবাতি জ্বালিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।