ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে সরকারি আধিকারিকদের ‘ধমক’ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার, ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে উন্নয়নের রিপোর্ট খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দায়িত্ব পালনে ফাঁকফোকড়গুলি চিহ্নিত করতে গিয়ে আধিকারিকদের সতর্কও করেন তিনি। বলেন, ক্ষমতায় আছেন বলে যা খুশি করা চলবে না। আমার চোখও চলে, কানও চলে।
আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর নির্দেশ, ঘরে বসে থাকলে চলবে না। মানুষের কাছে পৌঁছতে হবে। সবাই যেন সুযোগ-সুবিধা পায়। কথায় কথায় হিংসা বরদাস্ত নয়। ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে জোর দিতে হবে।
জেলা পুলিশকে তাঁর নির্দেশ, যারা মাটি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেতুর নিচের মাটি কাটা বন্ধ করতে হবে। এতে সেতু দুর্বল হয়ে পড়ে। কেউ কোথাও যেন অশান্তি করতে না পারে। পাশাপাশি, ‘স্লো ড্রাইভ সে‍ফ ড্রাইভ’-এর ওপরও জোর দিতে পুলিশকে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেতুতে স্পিড নিয়ন্ত্রণ জরুরি।
এদিন সরকারি ও প্রশাসনিক আধিকারিকদের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, মানুষকে পরিষেবা দেওয়া যেন বন্ধ না হয়। কোনও কাজ ফেলে রাখা চলবে না। ঝাড়গ্রামে ট্যুরিজম সার্কিট বাড়াতে হবে। জেলার কিষাণ মান্ডিগুলি দ্রুত চালু করতে হবে।