কলকাতা: রাজ্যজুড়ে ডিওয়াইএফআই-এর রেল রোকো! পরিণাম, চূড়ান্ত যাত্রী ভোগান্তি! অবরোধ ঘিরে তুলকালাম!সকাল সাড়ে ১১টার সময় ঢাকুরিয়া স্টেশনে ট্রেন অবরোধ করে ডিওয়াইএফআই। পাল্টা জমায়েত করে আইএনটিটিইউসিও। চরমে ওঠে উত্তেজনা।
অভিযোগ, অবরোধের সময় আইএনটিটিইউসি সমর্থকরা জোর করে ট্রেন চালানোর চেষ্টা করে!
যাদবপুর স্টেশনেও উত্তেজনা চরমে ওঠে...
অভিযোগ, ডিওয়াইএফআই-এর অবরোধের সময় দ্রুতগতিতে স্টেশনে ঢোকে আপলাইনের একটি ট্রেন। নিরাপদ দূরত্বে সরতে গিয়ে পড়ে আহত হন ৪ বামকর্মী। ১ জনের অবস্থায় গুরুতর।
প্রতিবাদে দ্বিতীয় দফায় ট্রেন অবরোধ শুরু হয়। ঘেরাও হন যাদবপুরের স্টেশন মাস্টার।
যাদবপুর জিআরপি-তে ট্রেন চালক, গার্ড, স্টেশন মাস্টারের বিরুদ্ধে অভিযোগ জানায় ডিওয়াইএফআই। অন্যদিকে, ৮B বাসস্ট্যান্ডে বেশ কিছুক্ষণের জন্য অবরোধ করেন বাম কর্মীরা।
শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুরে ডিওয়াইএফআই কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়।

বীরভূমের সিউড়িতে ডিওয়াইএফআই কর্মীদের বাধা দেয় আরপিএফ। ধস্তাধস্তি শুরু হলে লাঠি উঁচিয়ে বাম কর্মীদের দিকে তেড়ে যায় রেলরক্ষী বাহিনী। ভেস্তে যায় কর্মসূচি।
অন্যান্য জেলাতেও রেল রোকো কর্মসূচি পালন করে ডিওয়াইএফআই। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে লোকাল ও দুরপাল্লার বহু ট্রেন। দুর্ভোগ পোয়াতে হয় যাত্রীদের।