কলকাতা: বারাবনি সহ বিভিন্ন জায়গায় বিজেপির উপর হামলার অভিযোগ প্রসঙ্গে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বললেন "তৃণমূলের কীভাবে দাঁত ভাঙতে হয় জানি।"


গতকাল, বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র আসানসোলের বারাবনি। এলাকায় বোমাবাজি হয়। গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, তাদের ২ জন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।


বিজেপির অভিযোগ, বিজেপির জেলা সভাপতির নেতৃত্বে অভিযান চলাকালীন হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজিও হয়। অভিযোগ অস্বীকার তৃণমূলের।


রবিবার সকালে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই তিনি তৃণমূলের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দেন।


ভোটের আগে সিবিআই তদন্ত প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, সিবিআই সারাবছর প্যারেড করাচ্ছে। নেতারা গ্রেফতার হবেন। রিপোর্ট জমা পড়েছে।


সারদা কর্ণধারের চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, সুদীপ্ত কেন লিখেছেন, কী লিখেছেন জানি না, সিবিআই জেরা করলেই সত্য সামনে আসবে। জেলের আসামির অধিকার নেই বিজেপির নাম লেখার।


মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় লোকের ভিড়ে মঞ্চ ভেঙে পড়েছিল। কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না। (তৃণমূল) চাইলে আমরা লোক পাঠাতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের জনসভা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।


সিপিএম নেতা সুশান্ত ঘোষের মেদিনীপুরে ঢোকার অনুমতি প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, সুশান্ত মেদিনীপুরে আসুন। প্রায়শ্চিত্ত করুন। ক্ষমা চান।


বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, বৈশাখী মুখ খোলায় তাঁকে ট্রান্সফারের ভয় দেখানো হচ্ছে।