মুর্শিদাবাদে টিএমসিপি নেতা খুনের ঘটনায় আটক কংগ্রেস নেতা
ABP Ananda, web desk | 12 May 2017 10:15 AM (IST)
বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদের নেতা খুনের ঘটনায় আটক কংগ্রেস নেতা। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদারকে তুলে নিয়ে যায় পুলিশ। দাবি পরিবারের। গতকাল রাতে বহরমপুরের ভাকুড়ি এলাকায় বোমা মেরে, গুলি করে খুন করা হয় টিএমসিপি নেতা আসাদুল শেখকে। গুরুতর আহত হন তাঁর সঙ্গী বাবলু শেখ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে করে বাড়ি ফেরার সময় আসাদুলকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এরপর তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বোমা ছুঁড়তে ছুঁড়তে পালায় আততায়ীরা। দলের ছাত্র নেতা খুনের দায় কংগ্রেসের ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল নেতা সৌমিক হোসেন। পাল্টা জেলা কংগ্রেসের দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।