শ্রীরামপুর: শ্রীরামপুরে অনলাইন শপিং সংস্থার প্যাকেজিং সেন্টার থেকে আইফোন, ল্যাপটপের প্যাকেটে ইট-পাথর ভরে ডেলিভারি দেওয়ার অভিযোগ। সিসিটিভির সূত্র ধরে গ্রেফতার সংস্থা ৩ কর্মী। উদ্ধার আইফোন, ল্যাপটপ, মাদার বোর্ড এবং পেন ড্রাইভ।
হুগলির শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে অনলাইন শপিং সংস্থার প্যাকেজিং সেন্টার। কড়া নিরাপত্তার মধ্যে এখানে কলকাতা, হাওড়া এবং হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার গ্রাহকদের জন্য বৈদ্যুতিন সামগ্রী প্যাকেজিং করা হয়।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে এই সেন্টার থেকে ইট-পাথর ভরা প্যাকেট ডেলিভারি হওয়া অভিযোগ উঠছিল। শনিবার অনলাইন সংস্থার তরফে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে সিসিটিভির সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা ৬ মাস আগে কাজে যোগ দিয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের।
কিন্তু কীভাবে কড়া নিরাপত্তার মধ্যে আইফোন, ল্যাপটপের মতো সামগ্রী ওই সেন্টারের বাইরে নিয়ে এলেন অভিযুক্তরা? পুলিশের পাশাপাশি এই নিয়ে সংস্থার তরফেও তদন্ত শুরু করা হয়েছে।
অনলাইন শপিং সংস্থার প্যাকেজিং সেন্টার থেকে আইফোন, ল্যাপটপের প্যাকেটে ইট-পাথর ডেলিভারি, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Nov 2017 04:14 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -